বাংলার আয়না

বুধবার রাত ১ টায় আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক
বিশ্ব মঞ্চে এর আগে দুইবার দেখা হয়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ডের। একটি করে জয় পেয়েছে দুই দল। কাতার বিশ্বকাপে শেষ ষোলোর টিকেট পাওয়ার লড়াইয়ে আবার মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।

আগামীকাল বুধবার রাত ১ টায় মাঠে নামবে আর্জেন্টিনা-পোল্যান্ড। ‘সি’ গ্রুপের ম্যাচটি দোহার স্টেডিয়াম ৯৭৪-এ শুরু বাংলাদেশ সময় রাত একটায়।

সব মিলিয়ে দুই দলের লড়াইয়ে কে এগিয়ে, বিগত ম্যাচগুলোর পারফরম্যান্স কার কেমন, এমন আরও কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো।

* বিশ্বকাপে নিজেদের আগের তিন ম্যাচে জাল অক্ষত রাখতে সক্ষম হয়েছে পোল্যান্ড। এবার মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবকে তারা হারায় ২-০ গোলে।

* আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়ে যাবে পোল্যান্ডের। ড্র হলে সম্ভাবনা রয়েছে লিওনেল মেসিদেরও, তবে নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর।

* এখন পর্যন্ত সব মিলিয়ে ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। যেখানে ৬ ম্যাচে জয় আর্জেন্টিনার, পোলিশরা জিতেছে ৩টি। বাকি দুটি ড্র।

Scroll to Top