বাংলার আয়না

ব্রাজিলের খেলা আজ রাত ১টায়, অধিনায়ক আলভেজ

ক্রীড়া প্রতিবেদক
আজ রাত ১টায় (বাংলাদেশ সময়) মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ ক্যামেরুন। সেলেসাওদের জন্য অন্য ১০টা সাধারণ ম্যাচের মতো একটা ম্যাচ হলেও ক্যামেরুনের জন্য বাঁচা-মরার লড়াই। শেষ ১৬ আগেই নিশ্চিত করে ফেলায় ব্রাজিলের জন্য ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। ফলে চিন্তামুক্ত নির্ভার হয়েই আজ খেলতে নামবে তিতের দল।

কতটা নির্ভার হয়ে, তা বোঝা যাচ্ছে ব্রাজিলের একাদশ গঠনের প্রক্রিয়া দেখে। রীতিমতো ঘোষণা দিয়ে একাদশে পরিবর্তন আনা হচ্ছে। সাইড বেঞ্চের একাধিক ফুটবলারকে বাজিয়ে দেখবেন তিতে। আর অধিনায়কের আর্মব্র্যান্ড উঠছে অভিজ্ঞ দানি আলভেজের হাতে। হয়তো এটিই হতে পারে আলভেজের বিদায়ী ম্যাচ।

ব্রাজিলের পরিবর্তনের শুরুটা হবে গোলপোস্টের নিচ থেকেই। এলিসনের বদলে আজ দেখা যাবে এন্ডারসনকে। ডিফেন্সে আলভেজ ও মিডফিল্ডের দায়িত্বে থাকবেন ফ্যাবিনো। আর আক্রমণে অ্যান্থনি ও গ্যাব্রিয়েল মার্সিয়াল থাকবেন গোল করার দায়িত্বে। তবে দ্বিতীয় সারির দল নিয়েও হেরে যেতে চায় না কোচ। ধরে রাখতে চায় গ্রুপপর্বে অপরাজিত থাকার রেকর্ড।

কাতার বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে ব্রাজিল। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে টানা দুই জয় তুলে নেয় তিতের দল। সার্বিয়াকে ২-০ ও সুইজারল্যান্ডকে ১-০ গোলে  হারায় ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ ক্যামেরুন। দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় একে অপরের মুখোমুখি হবে ব্রাজিল-ক্যামেরুন।

Scroll to Top