বাংলার আয়না

ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে এ সপ্তাহেই: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
ভারত চলতি সপ্তাহের শেষ নাগাদ চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। নতুন প্রাক্কলন বলছে, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ জনে পৌঁছবে। জাতিসংঘের অন্য একটি সংস্থা গত সপ্তাহে বলেছিল, এ বছরের মাঝামাঝি সময়ে জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত।

বিবিসি জানিয়েছে, ৭০ বছরের বেশি সময় ধরে এশিয়ার দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি থাকছে। ৯৫ লাখ ৯৭ হাজার বর্গ কিলোমিটারের দেশ চীন আয়তনের দিক থেকে এশিয়ার বৃহত্তম। আর আকারে দ্বিতীয় বৃহত্তম ভারতের আয়তন ৩২ লাখ ৮৭ হাজার বর্গকিলোমিটার।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ডিইএসএ) এক বিবৃতিতে বলেছে, “চীন শিগগিরই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের খেতাব হারাতে যাচ্ছে।”

জাতিসংঘের জনসংখ্যা তহবিল গত সপ্তাহে জানিয়েছিল, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ভারতের জনসংখ্যা হবে চীনের চেয়ে ২৯ লাখ বেশি।

ডিইএসএ বলছে, চলতি শতাব্দী শেষ হওয়ার আগেই চীনের জনসংখ্যা ১০০ কোটির নিচে নেমে যেতে পারে। অন্যদিকে ভারতের জনসংখ্যা আরও কয়েক দশক ধরে বাড়তে থাকবে বলে ধারণা করা যাচ্ছে।

২০২২ সালের নভেম্বরে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির ঘর অতিক্রম করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির গতি এখন আর আগের মত দ্রুত নয়। ১৯৫০ সালের পর এখনই সবচেয়ে ধীর গতিতে বাড়ছে বিশ্বের জনসংখ্যা।

Scroll to Top