বাংলার আয়না

১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

ভোলায় বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে ২ কলেজছাত্রীসহ নিহত ৪

ভোলা সংবাদদাতা
ভোলা-চরফ্যাসন মহাসড়কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রীসহ চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় ওতরদ্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো রিমা আক্তার (১৭), শিখা বেগম (১৮), মৎস্য ব্যাবসায়ী মো: আবুল কালাম (২৫) ও অটোচালক।
নিহত দুই ছাত্রী ভোলার বাংলাবাজারে হালিমা খাতুন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তাদের বাড়ি ওই এলাকায় বলে জানা গেছে। অটোচালকের নাম জানা যায়নি।

নিহত ছাত্রীদের পরিবার জানায়, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার জন্য তারা অটোরিকশা ভাড়া করে কলেজে যাচ্ছিল। ওই অটোরিকশাটিকে একটি ঘাতক বাস চাপা দিলে তারা নিহত হয়।

প্রত্যক্ষদর্শিরা জানায়, অটোরিকশাচালক যাত্রী নিয়ে বাংলাবাজার কলেজে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে আসা একটি বাস ভোলা হয়ে চরফ্যাসন যাওয়ার পথে অটোরিকশাটিকে সামনের দিক থেকে এসে চাপা দেয়। বাসের ধাক্কায় মুহুর্তের মধ্যে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসের চাকায় পিষ্ট হয়ে দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানিয়রা অটোরিকসাচালককে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তবে অটোরিকসাচালকের নাম জানা যায়নি।

ভোলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। একইসাথে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Scroll to Top