বাংলার আয়না

মারিউপোলে ঢুকে পড়েছে রুশ বাহিনী: মেয়র

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী মারিউপোলে পৌঁছেছে রুশ সামরিক বাহিনী। শুক্রবার (১৮ মার্চ) মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো এ তথ্য জানান ।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মেয়র জানান, শহরে এখন রুশ সামরিক বাহিনীকে প্রতিহত করছে ইউক্রেনীয় যোদ্ধারা। এছাড়াও মারিউপোলে রুশ বাহিনীর ঢুকে পড়ার কথা নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

এর আগে মুহুর্মুহু গোলাবর্ষণে অবরুদ্ধ হয়ে পড়েছিল মারিউপোল শহর। হামলা ও বিস্ফোরণ অব্যাহত থাকায় উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। শহরের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ করার সময় বাধার সম্মুখীন হচ্ছেন।

গত বুধবার রাশিয়ার বিমান হামলায় থিয়েটার ভবনে আঘাত হানে রাশিয়ান রকেট। এতে থিয়েটারটি ধ্বংসস্তূপে পরিণত হয়। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এখন পর্যন্ত ১৩০ জনকে ধংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো সেখানে শতাধিক মানুষ আটকা পড়ে রয়েছেন।

Scroll to Top