সাংস্কৃতিক প্রতিবেদক
মাস জুড়ে চলছে অমর একুশে বইমেলা। অমর একুশে বইমেলায় স্টল ঘুরে ঘুরে বই কিনছে ক্রেতা দর্শনার্থীরা। অভিভাবকদের হাত ধরে মেলায় এসে উচ্ছ্বসিত শিশুরাও।
বাংলা একাডেমী এবং সোহরাওয়ার্দী উদ্যান দু পাশেই মেলা জমজমাট। চলুন ঘুরে াাসি এবারের বই মেলায়।