বাংলার আয়না

যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে গুলি: মা-শিশুসহ ৬ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকধারীদের গুলিতে ছয় মাস বয়সী এক শিশু ও তার মাসহ ছয়জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

পুলিশ কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। বিবিসি, এপি।

তুলারে কাউন্টি শেরিফ অফিসের শেরিফ মাইক বউড্রোক্স সাংবাদিকদের বলেন, এটি একটি পরিকল্পিত হামলা, যা গ্যাং ও মাদক সংশ্লিষ্ট সহিংসতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে।

পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে দুজন ব্যক্তি বাড়িটিতে হামলা চালিয়ে গুলি চালান বলে ধারণা করছেন তারা।

একজন প্রতিবেশী পুলিশে খবর দেন। সাত মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির ভেতরে ও বাইরে নিহতদের পড়ে থাকতে দেখে পুলিশ।

Scroll to Top