আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) পর্যন্ত টানা ২৯ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে সংঘাত। এতে উভয় দেশেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এই চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের এক মন্ত্রীর পদত্যাগের খবর পাওয়া গেলো।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কৃষিমন্ত্রী রোমান লেশচেঙ্কো তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার এক সহযোগী রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ঠিক কী কারণে দেশটির কৃষিমন্ত্রী পদত্যাগ করেছে তা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
রয়টার্স জানিয়েছে, লেশচেঙ্কোর স্থলাভিষিক্ত হচ্ছেন ইউক্রেনের জ্যেষ্ঠ আইনপ্রণেতা মাইকোলা সোলস্কি। তিনি মন্ত্রিত্বের প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন।