বাংলার আয়না

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সোয়া তিনটার পরে বৃষ্টি শুরু হয় এই বৃষ্টিপাত। সেই সঙ্গে দমকা হাওয়া ও মেঘের গর্জন থাকে। বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে।

এর আগে সকাল থেকে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে রোদ ছিল। সঙ্গে ভ্যাপসা গরমের অনুভূতি ছিল। ঢাকার দিকে একটি বড় মেঘমালা এগিয়ে আসছে বলে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থেমে থেমে চলতে পারে।

Scroll to Top