বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

রাশিয়া জানাল, কখন তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা করা হচ্ছে যে মস্কো এই যু্দ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তবে এবার বিষয়টি খোলাসা করেছ রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাক্ষাতকারে জানিয়েছেন, রাশিয়ার মূল অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে, তখনই কেবল সে পরমাণু অস্ত্র ব্যবহার করবে।

সিএনএনের সাক্ষাতকার গ্রহণকারী ক্রিস্টাইন আমানপুরের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি মঙ্গলবার বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আমাদের ধারণা রয়েছে। আমাদের দেশ যদি অস্তিত্ব সংকটে পড়ে, তাহলেই আমাদের ধারণার আলোকে পরমাণু অস্ত্র ব্যবহার করা যেতে পারে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে পরমাণু অস্ত্রকে সর্বোচ্চ সতর্কতায় রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের আলোকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৮ ফেব্রুয়ারি জানায়, তাদের পরমাণু ক্ষেপণাস্ত্র বাহিনী ও উত্তরাঞ্চলীয় ও প্যাসিফিক বহরগুলোকে বর্ধিত যুদ্ধ দায়িত্বে রাখা হয়েছে।

পেসকভ সিএনএনকে বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ তাদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আল জাজিরা।

Scroll to Top