বাংলার আয়না

আমাদের অস্ত্রই আমাদের সত্য : ইউক্রেনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে রুশ হামলার চতুর্থ দিন চলছে। রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য কিয়েভকে দখল নেয়া। অন্যদিকে, ইউক্রেনের বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।

এমতাবস্থায়, শনিবার সকালে এক ভিডিও ক্লিপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমি এখানে-আমরা কোনো অস্ত্র রাখব না। আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষা করব, কারণ আমাদের অস্ত্রই আমাদের সত্য।

জেলেনস্কি বলেন, সরকারি বাহিনী এখনো কিয়েভ ও শহরের চারপাশের মূল পয়েন্টগুলো নিয়ন্ত্রণ করছে। ইউক্রেনের বাহিনী জিতবে। এ সময় তিনি ভুয়া তথ্যের সমালোচনা করেন।

জেলেনস্কি আরও বলেন, আমাদের সামরিক বাহিনী, জাতীয় রক্ষী, জাতীয় পুলিশ, অঞ্চল প্রতিরক্ষা, বিশেষ পরিষেবা ও ইউক্রেনের নাগরিকরা দয়া করে লড়াই চালিয়ে যান।

Scroll to Top