বাংলার আয়না

লাখ লাখ পর্যটকে মুখর কক্সবাজার

কক্সবাজার সংবাদদাতা
ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে এসে পর্যটকে লোকারণ্য হয়ে আছে কক্সবাজার সৈকতের বালিয়াড়ি ও পর্যটন স্পটগুলো। ঈদের প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন পর্যটক উপস্থিতি কয়েকগুণ বেড়েছে। ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী শনিবার (৭ মে) পর্যন্ত পর্যটন নগরীতে পাঁচ লাখের বেশি পর্যটক উপস্থিতির আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সময়ে প্রায় অর্ধহাজার কোটি টাকার বাণিজ্যের আশাও করছেন তারা। সৈকতে হারিয়ে যাওয়া শিশু ও বয়োবৃদ্ধদের খুঁজে পরিবারের কাছে ফেরাতে এবং তৃষ্ণার্ত পর্যটককে পানি পানের ব্যবস্থা করেছে টুরিস্ট পুলিশ।

জ্যৈষ্ঠমাসের সূর্যের তাপ ভোগাচ্ছে। এরপরও সাগরের বুক চরে আসা হাওয়া খেতে লোকারণ্য সৈকতের বালিয়াড়ি। ভিড় রয়েছে হোটেল-মোটেল জোনের অলিগলি রাস্তায়। সবখানেই লোকজনপট ভিড়।

পর্যটকবাহী ও সাধারণ পরিবহন এবং ইজিবাইক, সিএনজি অটোরিক্সায় বাইবাস সড়ক, কলামতী ডলফিন মোড়, হোটেল-মোটেল জোন, লাবণী, শৈবাল সড়ক সবখানেই জানজটের ছোঁয়া। অনেক জায়গায় যানবাহনের সঙ্গে লোক-জটও হয়েছে। বড় বাসগুলো টার্মিনাল এলাকায় থাকলেও মাঝারি ও ব্যক্তিমালিকানাধীন গাড়ি পর্যটন এলাকা ও শহরে ঢোকায় এ যানজট বলে অভিমত স্থানীয়দের।

Scroll to Top