নিজস্ব প্রতিবেদক
লালমোহন-তজুমদ্দিন এর সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভোলা ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা, বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সিআইপি)।
শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে বাংলা নতুন বছর ১৪৩০। নানা আয়োজনে বর্ষবরণ করছে জাতি।
ইঞ্জিনিয়ার আবু নোমান বলেন, বছর ঘুরে বাংলা নববর্ষ বাঙালির জীবনে সমাগত এক অফুরন্ত সম্ভাবনা নিয়ে। এটি চিরায়ত বাংলার বৈচিত্র্যময় ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। বাঙালির সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-আকাঙ্ক্ষা, আবেগ-অনুভূতি বিমূর্ত হয়ে ওঠে এদিনে।
তিনি আরও বলেন, আমার সকল নেতাকর্মী ও সমর্থকদের জানাই ধন্যবাদ, যারা বিগত দিনে আমার পাশে থেকেছেন, বিপদের ঝুঁকি নিয়েও সঙ্গে হেঁটেছেন। আমার খুব কাছের মানুষদের জন্য রইল হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা যারা যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে পাশে থেকে নিরন্তর শক্তি জুগিয়েছেন। আমাদের স্বপ্ন- আমরাই পূরণ করবো, আমরা সবাই মিলে গড়বো আগামীর স্মার্ট লালমোহন-তজুমদ্দিন।
পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির চর্চা সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে শক্তি যোগাবে বলে আশা প্রকাশ করেন, ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার।