বাংলার আয়না

১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

শি ফের নেতা হওয়ায় পুতিনের উচ্ছ্বসিত অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তৃতীয় মেয়াদের জন্য আবার চীনা কমিউনিস্ট পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে দলটির প্রতিষ্ঠাতা মাও জেদং-এর পর শি-ই হয়ে উঠলেন গত কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে ক্ষমতাধর নেতা।

এই নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শি-র ক্ষমতার মেয়াদ বাড়ায় তাকে উচ্ছ্বসিত অভিনন্দন বার্তা দিয়েছেন। শি-র ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, তার প্রতি দলের এই সমর্থন শি-র ‘শীর্ষ রাজনৈতিক কর্তৃত্ব’ই প্রমাণ করে। পুতিন শিকে বলেছেন, দুই দেশের মধ্যে সামগ্রিক সম্পর্ক আরও উন্নত হবে বলে তিনি আশাবাদী।

রুশ ও চীনা নেতার মধ্যে শেষ বৈঠকটি হয় কাজাখস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের সময়। তাদের মধ্যকার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করতে সেখানে তারা নিজেদের মধ্যে আলাদাভাবে একটি বৈঠক করেন।

এছাড়াও গত ফেব্রুয়ারিতে চীন ও রাশিয়া ঘোষণা করে যে তাদের মধ্যকার বন্ধুত্বের কোন সীমারেখা নেই এবং সহযোগিতার কোন ক্ষেত্রেই বাধা নেই। সেটা ছিল রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর মাত্র কিছুদিন আগে। চীন ইউক্রেনে রুশ হামলার প্রতি পুরোপুরিভাবে না হলেও কিছুটা সমর্থন প্রকাশ করেছে। বিবিসি।

Scroll to Top