বাংলার আয়না

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে এক পা নিউজিল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক
জয়ের মঞ্চ প্রস্তুত করে দিয়েছিলেন নিউজিল্যান্ডের বোলাররাই। কিউইদের লক্ষ্য ছিল মাত্র ১৭২ রানের। বড় ব্যবধানেই জয়ের পথে হাঁটছিল কেন উইলিয়ামসনের দল। শেষদিকে একটু ঝাঁকুনি দিলো শ্রীলঙ্কা।

সেই ঝাঁকুনিতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। তবে আর কিছু হয়নি, কেবল হারের ব্যবধান কমেছে লঙ্কানদের। নিউজিল্যান্ড জিতেছে ৫ উইকেটে, ১৬০ বল হাতে রেখে।

এতে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে নিউজিল্যান্ড, সেমিফাইনালে দিয়ে রেখেছে এক পা। রানরেট বেশ ভালো কিউইদের (০.৭৪৩)। ফলে পাকিস্তান (রানরেট ০.০৩৬) তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেও শেষ চারে নাম লেখানো কঠিন হবে।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিল নিউজিল্যান্ড। শুরুতেই বিপদে পড়ে লঙ্কানরা। দলীয় ৩ রানের মাথায় প্রথম আর ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা।

Scroll to Top