বাংলার আয়না

সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের জুমার নামাজ আদায়

ব‌রিশাল অফিস
বরিশালে বিএনপির গণসমাবেশের দুদিন আগেই হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে যোগ দিয়েছেন এবং মাঠেই অবস্থান করছেন। এসময় তারা মাঠেই জুমার নামাজ আদায় করেন। শুক্রবার (০৪ নভেম্বর) বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান মঞ্চের পাশে জুমার নামাজ আদায় করেন তারা।

এখানেই অনুষ্ঠিত হবে । সমাবেশস্থলে থাকা নেতা-কর্মীরা বলেন, ইতোমধ্যে বরিশালের সঙ্গে অন্যান্য স্থানের যোগাযোগ বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। সরকার দলের লোকেরা সমাবেশ বানচাল করার চেষ্টা করছে। লঞ্চ, বাস, অটো, ট্রাকসহ সব যানবাহন বন্ধ রাখছে। তাই আমরা দুই দিন আগে থেকেই সমাবেশে যোগ দিয়েছি। আজ জুমার দিন থাকায় এই জায়গায় নামাজ আদায় করতে পেরে এখন একটু শান্তি লাগছে।

এদিকে ব‌রিশাল নগরীর প্রবেশপথগু‌লো‌তে চেক‌পোস্ট ব‌সি‌য়ে তল্লাশি চা‌লা‌চ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এব্যাপারে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের উপ-ক‌মিশনার আলী আশরাফ ভূঞা ব‌লেন, আমরা আমা‌দের নিয়‌মিত কাজ কর‌ছি।

Scroll to Top