বাংলার আয়না

সমালোচনার জবাব দিলেন রোজিনা

বিনোদন প্রতিবেদ
আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন। মিশা সওদাগর-জায়েদ খান ও কাঞ্চন-নিপুণ প্যানেল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন আশির দশকের ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা রোজিনা।

মিশা-জায়েদ প্যানেল সম্পর্কে রোজিনা বলেন, করোনাকালে শিল্পীদের সহায়তা প্রদান ছিল তাদের সবচেয়ে বেশি আলোচিত কাজ। যদিও বিষয়টি প্রশ্নবিদ্ধ। কারণ অনেকেই এটিকে ভিন্ন চোখে দেখছেন; যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এসব সমালোচনার জবাব দিলেন রোজিনা।

বিষয়টি ব্যাখ্যা করে রোজিনা বলেন, ‘প্রচার দেখে আরও মানুষ অনুপ্রোণিত হবেন। প্রচার না করলে আবার তারাই বলতেন- আমরা সব খেয়ে ফেলেছি, আত্মসাৎ করেছি৷ প্রচার করলেও দোষ আবার না করলেও দোষ। পুরো বিশ্ব ভালো কাজের প্রচার করে আসছে। যারা প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন তারা হিংসা থেকে এগুলো বলেছেন। করোনার দুঃসময়ে যারা সহযোগিতা পেয়েছেন আমার মনে হয় না তারা মিশা-জায়েদকে ছেড়ে যাবেন।’

Scroll to Top