বাংলার আয়না

সিডনিতে শপিংমলে হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে গুলি এবং ছুরিকাঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা কুক জানান, সন্দেহভাজন হামলাকারী স্থানীয় সময় বিকাল ৩টা ১০ মিনিটের দিকে বন্ডি জংশনের ওই শপিংমলে প্রবেশ করেন।

“শপিংমলে প্রবেশের কিছুক্ষণ পরই সে বের হয়ে যায়। ৩টা ২০ মিনিটের দিকে সে আবার প্রবেশ করে এবং লোকজনের উপর হামলা করতে করতে মলের ভেতর এগিয়ে যায়।”

“হামলাকারীকে ধরতে তিনি দ্রুত তার পিছনে হাঁটতে শুরু করেন। কিন্তু হামলাকারী ঘুরে দাঁড়ায় এবং তাকে দেখতে পেয়ে ছুরি হাতে তার দিকে ধেয়ে আসে। তখন ওই নারী পুলিশ তার আগ্নেয়াস্ত্র বের করেন এবং হামলাকারীকে গুলি করেন। গুলিবিদ্ধ হামলাকারী মারা গেছে।”

Scroll to Top