হবিগঞ্জ সংবাদদাতা
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কৃষক যাতে নায্যমূল্য পায় সেজন্য কাজ করছে সরকার। এবার কৃষকের খরচ বাদ দিয়ে যাতে লাভ থাকে, সেভাবেই মূল্য নির্ধারণ করা হচ্ছে। ১ হাজার টাকার নিচে দাম হবে না। ১৪ লক্ষ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। শুক্রবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে বোরো ধান কাটা পরিদর্শন শেষে এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় আসতে চায়। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। সরকারের পতন ঘটাতে চাচ্ছে। তিনি বলেন, হেফাজতের শিকড় যত গভীরেই হউক, তার মুলউৎপাটন করা হবে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। কৃষিমন্ত্রী পরে নিজে ধান কেটে বোরো ধান কাটা উদ্বোধন করেন।