বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

হোয়াইট হাউসে ওবামা-বাইডেনের পুনর্মিলন

আন্তর্জাতিক ডেস্ক
টানা দুই মেয়াদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের পর ২০১৭ সালে হোয়াইট হাউজ ছেড়ে গিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপর থেকে আর কখনো সেখানে যাননি। অবশেষে আবারও হোয়াইট হাউসে ফিরে এসেছেন তিনি। রয়টার্স।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৫ এপ্রিল) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বারাক ওবামা। এ সময় তার স্বাক্ষরিত স্বাস্থ্যসেবা আইন বা ওবামা কেয়ারের সুবিধা নিয়ে কথা বলেন বারাক। তার বন্ধু ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকেও প্রশংসায় ভাসান।

ইস্ট রুমে পৌঁছানোর পর ওবামাকে জোরালো করতালি ও উল্লাসের সহিত স্বাগত জানান কংগ্রেস সদস্য এবং প্রশাসনিক কর্মীরা। তিনি সর্বশেষ সেখানে থাকার পর থেকে হোয়াইট হাউসে যে পরিবর্তনগুলো হয়েছে, সে সম্পর্কে মন্তব্য করেন। বিশেষ করে একটি বিড়াল এখন হোয়াইট হাউজে আছে, যেটি ওবামার শাসনামলের সময় ছিল না।

এ সময় মজা করে বাইডেনকে ভাইস প্রেসিডেন্ট বলে সংশোধন করেন ওবামা। পরে অবশ্য সঙ্গে সঙ্গেই সেটি সংশোধন করেন এবং বলেন, বাইডেনের কাছ থেকে পাওয়া স্যালুট সবসময় তাকে অনুপ্রাণিত করেছিল। এরপর অ্যাপরডেবল কেয়ার অ্যাক্ট- এর ব্যাপক প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, এটি অফিসে তার সময়ের উচ্চ পয়েন্ট ছিল।

Scroll to Top