বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

হামাসের ঘাঁটি দখল ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে ইসরায়েলের স্থল অভিযান। সেখানে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলছে। এরই মধ্যে ১০ ঘণ্টার লড়াই চালিয়ে হামাসের একটি ঘাঁটি দখলের দাবি করেছে ইসরায়েল। ঘাঁটিটি উত্তর গাজার জাবালিয়া এলাকায়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছে, ১০ ঘণ্টার লড়াইয়ে বহু সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। প্রচুর অস্ত্র জব্দ করা হয়েছে। খোঁজ পাওয়া গেছে সন্ত্রাসীদের সুড়ঙ্গের। এর মধ্যে একটি সুড়ঙ্গ শুরু হয়েছে একটি কিন্ডারগার্টেনের কাছ থেকে।

এমন সময় ইসরায়েলি বাহিনী হামাসের ঘাঁটি দখলের দাবি করল, যখন ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলের যুদ্ধবিমানের হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। গাজা নগরীতেও অনেকে আহত হয়েছেন।

Scroll to Top