বাংলার আয়না

২০০ বছরের পুরনো টেলিস্কোপ উদ্ধার, আটক ৬

রংপুর সংবাদদাতা
রংপুরে ২’শ বছরের পুরনো একটি টেলিস্কোপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডিবি পুলিশের হাতে আটক হয়েছে ৬ জন।

শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে রংপুর নগরীর গোল্ডেন টাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে টেলিস্কোপ উদ্ধারসহ তাদের আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, কয়েকজন প্রতারক টেলিস্কোপ ২০০ বছরের পুরনো ও মূল্যবান বলে বিক্রির উদ্দেশ্যে হোটেলে অবস্থান করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন- ঢাকা কারুল এলাকার দেওয়ান খোরশেদ এর পুত্র দিওয়ান রবিউল সালাম(৪৯), পাবনা জেলার জালাল উদ্দিনের পুত্র শামসুল আলম(৫৯), ঢাকার নুরুল ইসলামের পুত্র মিজানুর রহমান(৪৮), পাবনা জেলার আব্দুল কাদের মিয়ার পুত্র আব্দুর রাজ্জাক(৫৬) পঞ্চগড় জেলার আব্দুর করিম এর পুত্র জাহিদুল ইসলাম(৪৮) ও পঞ্চগড় জেলার রুস্তম আলীর পুত্র শাহ আলম(৪৫)।

Scroll to Top