নিজস্ব প্রতিবেদক
সম্পূর্ণ টিকা নিয়েছেন এমন পর্যটকদের জন্য আগামী ২১ ফেব্রুয়ারি থেকে সীমান্ত পুনরায় খুলছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমেই প্রায় দুই বছর পর ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে দেশটি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিস সোমবার (৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন।
স্কট মরিস বলেন, অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তের প্রায় দু’বছর হয়ে গেছে। চলতি বছর ২১ ফেব্রুয়ারি থেকে বাকি সকল ভিসাধারীর জন্য সীমান্ত পুনরায় খুলে দেবে। যদি দুই ডোজ টিকা নিয়ে থাকেন, তাহলে আপনাকে স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি। তবে দেশটির কোভিড-১৯ বিধিনিষেধ না মানলে যাত্রীকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেয়া হবে।
গত ২০২০ সালের মার্চ থেকে দেশটির আন্তর্জাতিক সীমানা বন্ধ করে দেয়া হয়েছিল। তখন থেকে দেশটিতে এখন পর্যন্ত ভ্রমণ ভিসায় প্রবেশে নিষেধাজ্ঞা চালু রয়েছে। তবে ২০২১ সালের ডিসেম্বর থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক ছাত্র এবং দক্ষ অভিবাসীদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে অস্ট্রেলিয়া।