বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

২৫তম মৃত্যুবার্ষিকীতে প্রিন্সেস ডায়ানাকে স্মরণ

২৫তম মৃত্যুবার্ষিকীতে প্রিন্সেস ডায়ানাকে স্মরণ
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার (৩১ আগস্ট) ২৫তম মৃত্যুবার্ষিকীতে শোকার্ত ভক্তরা স্মরণ করলেন প্রিন্সেস ডায়ানাকে। ফ্রান্সের প্যারিসের আন্ডারপাসের ওপরে ব্রিজে ফুল দিয়ে এবং চিরকুট বার্তায় তারা স্মরণ করেছেন ব্রিটিশ রাজপরিবারের এই আলোচিত সদস্যকে। তিনি ১৯৯৭ সালের ৩১ আগস্ট গাড়ি দুর্ঘটনায় নিহত হন।

মৃত্যুর দিন মাত্র ৩৬ বছর বয়সী প্রিন্সেস ডায়ানা, মোটরবাইক নিয়ে তাড়া করা ফটোগ্রাফারদের থেকে দূরে যাওয়ার চেষ্টাকালে তিনি ও তার প্রেমিক দোদি আল-ফায়েদকে বহনকারী লিমুজিনটি সেতুর নীচের টানেলে বিধ্বস্ত হয়। গতকাল ডায়ানার প্রাক্তন বাড়ি লন্ডনের কেনসিংটন প্যালেসের বাইরেও লোকেরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানায়।

এদিকে মৃত্যুবার্ষিকীতে প্রিন্সেস ডায়ানাকে স্মরণ করবেন তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি। প্রিন্স হ্যারি রাজপ্রসাদ ছেড়ে যাওয়ায় দুই ভাই আলাদা হয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে তাদের মাকে স্মরণ করবেন।

প্রসঙ্গত, মৃত্যুর ২৫ বছর পরও এখনো মানুষের হৃদয়ে অম্লান প্রিন্সেস ডায়ানা। সম্প্রতি তার ব্যবহৃত সামগ্রীর একটি নিলাম সাড়ে আট লাখ ডলারে বিক্রি হয়েছে।

Scroll to Top