বাংলার আয়না

২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২২ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

৩ বছরের কারাদণ্ডের পর ইমরান খান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে তোষাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে ইসলামাবাদের একটি আদালত। এ রায়ের কিছুক্ষণের মধ্যেই লাহোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে ইমরানকে তার জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ।

ইমরানের আইজীবী ইন্তেজার পাঞ্জোথা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “পুলিশ ইমরান খানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।” পিটিআই এর পাঞ্জাব শাখা জানিয়েছে, ইমরানকে কোট লাখপাত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

লাহোরের পুলিশ প্রধান বিলাল সিদ্দিক কামিয়ানা ইমরানকে গ্রেপ্তার করার কথা নিশ্চিত করে জানান, এ রাজনীতিককে রাজধানী ইসলামাবাদে পাঠানো হচ্ছে।

আইনি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মামলায় দণ্ডিত হওয়ায় আসছে নভেম্বরে পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরানের অংশ নেয়ার সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। রায় ঘোষণার সময় ইসলামাবাদের ট্রায়াল কোর্টে উপস্থিত ছিলেন না ইমরান। তার আইনজীবীরাও উপস্থিত ছিলেন না।

ইমরানের অনুপস্থিতিতেই তোষাখানা মামলার রায়ে তাকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি জরিমানা করে আদালত।

 

Scroll to Top