নিজস্ব প্রতিবেদক
নেইমারকে ফিরে পেয়ে যেন আসল ব্রাজিল হয়ে উঠল তিতের দল। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ভিনিসিউস-রাফিনিয়া-রিশার্লিসনরা মেতে উঠলেন মোহনীয় ফুটবলে। দক্ষিণ কোরিয়ার জন্য যা হয়ে উঠল জটিল ধাঁধা। প্রথমার্ধেই চারবার জালে বল পাঠিয়ে ম্যাচের গতিপথ একরকম ঠিক করে ফেলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর তাদের খেলায় ধার কমলেও ম্যাচের লাগাম সবসময় ফেভারিটদের হাতেই ছিল।
দোহায় স্টেডিয়াম ৯৭৪- এ সোমবার রাতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। সপ্তম মিনিটে তাদের গোল উৎসবের শুরু ভিনিসিউস জুনিয়রের পায়ে। একে একে স্কোরলাইনে নাম লেখান নেইমার, রিশার্লিসন ও লুকাস পাকেতা।
গতকালের খেলায় দেশের মানুষ, বিশ্বজুড়ে সমর্থক এবং বিশেষ করে কিংবদন্তিকে নিরাশ করলেন না নেইমাররা। উপহার দিলেন দাপুটে পারফরম্যান্স। আর ম্যাচ শেষে পেলের ছবি সম্বলিত একটি ব্যানার হাতে নিয়ে দাঁড়ায় পুরো ব্রাজিল দল।
সামনে এবার সেমি-ফাইনালে ওঠার লড়াই। সে লক্ষ্যে আগামী শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।