বাংলার আয়না

৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

উপকূল জুড়ে ‘সিত্রাং’ আতঙ্ক

সাতক্ষীরা সংবাদদাতা
সিডর, আইলা, বুলবুল, আম্পান, ইয়াসের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড় আইলার ও আম্পানের ক্ষয়-ক্ষতি এখন কাটিয়ে উঠতে পারিনি উপকূলীয় মানুষেরা। এর মধ্যেই ধেয়ে আসছে সিত্রাং। এর প্রভাবে রবিবার (২৩ অক্টোবর) সকাল থেকে সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকার আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। মাঝে মধ্যেই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সিত্রাং-এর আঘাত ও নদীতে পানি বৃদ্ধির আশঙ্কায় উপকূলীয় এলাকার মানুষের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে।

জেলার গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, উপকূলীয় এলাকায় পাউবো’র বেড়িবাঁধগুলো নাজেহাল অবস্থায় আছে। ঝড়ের প্রবল আঘাত ও নদীতে পানি বৃদ্ধি পেলে আইলার মত আবারও উপকূলীয় জনপদ লণ্ডভণ্ড হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে উপকূলের হাজারো মানুষ। ভেসে যাবে কোটি কোটি টাকার চিংড়ি মাছ।

উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন বলেন, ঝড়ের পূর্বাভাস জানতে পেরে তাৎক্ষনিকভাবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে মিটিং করেছেন। ঝড়ের আগে এবং পরে কি কি করতে হবে এবিষয় প্রতিনিধিদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

শ্যামনগরে পাউবো কর্মকর্তা (এসো) সাজ্জাদ হোসেন বলেন, গাবুরা, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, কাশিমাড়ীসহ বিভিন্ন ইউনিয়নের পাউবো’র বেড়িবাঁধের দুর্বল জায়গা গুলোতে সংষ্কার করা হচ্ছে।

বুড়িগোয়ালিনী বন স্টেশনের কর্মকর্তা (এসো) নুরে আলম বলেন, ঝড়ের আগেই বন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।

Scroll to Top