বাংলার আয়না

১০ মিনিটে শেষ মায়ামি-ডালাস ম্যাচের সব টিকিট

ক্রীড়া প্রতিবেদক
তিন ম্যাচ হয়ে গেছে মেজর সকার লিগে অভিষেক হয়ে গেছে লিওনেল মেসির। তবে এখনও তাকে দেখার আগ্রহ কমছে না সমর্থকদের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সমস্ত খেলাধুলার সবচেয়ে আলোচিত গল্পই এখন আর্জেন্টাইন অধিনায়ক। মাত্র ১০ মিনিটে বিক্রি হয়ে গেছে এফসি ডালাসের বিপক্ষে তার লিগ কাপ শেষ ষোলোর ম্যাচের টিকিট।

আগের তিনটি ম্যাচই ঘরের মাঠে খেলেছেন মেসি। এবার প্রথমবারের মতো এবার অ্যাওয়ে ম্যাচের পরীক্ষা দিতে যাচ্ছেন অধিনায়ক। লিগস কাপের পরবর্তী ম্যাচ হবে ডালাসের মাঠে। তবে প্রতিপক্ষের মাঠেও মেসিকে দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন সমর্থকরা। এছাড়া এই ম্যাচের পর এই মৌসুমে ডালাসে আর খেলার সম্ভাবনা নেই মেসির।

টেক্সাসের ফ্রিসকোতে টয়োটা স্টেডিয়ামের ধারণক্ষমতাও মাত্র ২০ হাজার ৫০ জন। যে কারণে চাপটা আরও বেড়েছে। এরমধ্যেই টিকিটের মূল্য আকাশচুম্বী হয়েছে। ডালাসও মায়ামির মতো লিগের অন্যতম ছোট ফ্র্যাঞ্চাইজি। মেসিকে দেখার প্রবল চাহিদায় অনেক উপকৃত হবে তারাও। এরমধ্যেই উপস্থিতি বেড়েছে শহরটিতে। অনেকেই মেসিকে এক ঝলক দেখার জন্য যেকোনো মূল্য দিতে ইচ্ছুক।

Scroll to Top