বিনোদন প্রতিবেদক
গানে গানে ঢাকা মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৯ এপ্রিল তিনি ঢাকায় আসবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন এই তারকা নিজেই।
তিনি জানান, আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন তিনি।
স্বামীকে নিয়ে ওমরাহ পালন করলেন স্পর্শিয়াস্বামীকে নিয়ে ওমরাহ পালন করলেন স্পর্শিয়া
এর আগে গত মার্চের শেষের দিকে ফেসবুকের এক স্ট্যাটাসে আতিফ জানান, শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছেন তিনি। তবে সে সময় দিনক্ষণ জানাননি। এবার কনসার্টের সময় ঘোষণা করলেন এই তারকা।
আতিফ আসলাম বাংলাদেশে আসার তারিখ ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। পছন্দের তারকাকে কাছ থেকে দেখার আগ্রহ, উত্তেজনা প্রকাশ করেছেন তারা।