বাংলার আয়না

৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩ শাওয়াল, ১৪৪৫ হিজরি

Ad

শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষার্থীদের টিকা দেয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার আগে শিক্ষার্থীদের টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ পরিকল্পনা নেয়া হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হলেই শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা হবে।করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে এই ছুটি বাড়ানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শনাক্তের পর ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশ কয়েক ধাপ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর পর ২৩ মে খুলে দেওয়ার কথা ছিল। সেই ছুটি আবারও বাড়িয়ে ২৯ মে করা হয়েছে।

Scroll to Top